জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সোমবার (২৯ জানুয়ারি ) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ১জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
এ নির্বাচনে ৪ জন পুরুষ ভোটে ও ১ জন মহিলা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।
এদের মধ্যে আব্দুল খালিক (ফুটবল) ৩৭০ ভোট পেয়ে প্রথম, আলহাজ্ব আলাউদ্দিন (ছাতা) ৩৬২ ভোট পেয়ে দ্বিতীয়, এ বি এম এনায়েত হোসাইন জুয়েল (হারিকেন) ৩৩৯ ভোট পেয়ে তৃতীয়, মোঃ জাকারিয়া ২৫৩ (মাছ) ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত নারী সদস্য হালিমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
উল্লেখ্য, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৭২৯ জন ও ভোট কাষ্ট হয়েছে ৫৬৪ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন ।
এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম. এ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমেদ, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সংবাদকর্মী, জাহিদুল ইসলাম, মো: আব্দুল্লাহ,মুরাদ হাসান, সাইফুল ইসলাম বাবু, ইউ/পি সদস্য আব্দুর রকিব, আব্দুল মুতলিব, রুবেল আহমেদ, মতিউর রহমান, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: জালাল উদ্দীন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, সহকারী প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ, সহকারী শিক্ষক দেওয়ান আল কাইজার চৌধুরী সহ এ এসআই দ্বীন ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।