বিজ্ঞপ্তি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, পৌষ সংক্রান্তি বাঙ্গালির সংস্কৃতিতে একটি বিশেষ উৎসব। আর বাঙালী এই উৎসবের মধ্যে আনন্দ খুঁজে এবং পুর্ব পুরুষের সাথে আমাদের বন্ধন খোঁজে পাই।
গতকাল রোববার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলশাইন্দ গ্রামে পৌষ সংক্রান্তির মহাউৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, শান্তি-সম্প্রীতি ও মেলবন্ধন থাকলে জাতিসত্বার বিকাশ হয়। পৌষ মেলার মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন আরো সুদৃঢ় করতে তিনি সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিজিত কৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে ও বকুল চক্রবর্তীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া, বিশ্বেস্বর গোস্বামী, বিপ্রপদ গোস্বামী,আদরী রানী দাস, দুলাল সেন, জাকির হোসেন বুলবুল ও আবুল ফজল সুবেল প্রমুখ।