গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া (৮০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া.....রাজিউন)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সিলেট নগরীর টিলাগড়স্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি উপজেলার বাঘা ইউনিয়নের বাঘা পরগনাবাজার উত্তরগাঁও বড়বাড়ী গ্রামের হাজ্বী নছির উদ্দিনের ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজিল আহমদ।
তিনি বলেন- তোতা মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। গত কয়েকদিন যাবত তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর রোববার তিনি বাসায় আসেন। আজ দুপুরে তিনি না ফেরার দেশে চলে যান।
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার জানাযার নামাজ আজ বাদ এশা রাত ৮টায় উত্তরগাঁও জামে মসজিদ ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে।