বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বলেছেন, শফিক চৌধুরী আমার টিকেট (নমিনেশন) চুরি করে এমপি হয়ে ছিলেন। এবার আইনি লড়াইয়ে নির্বাচন থেকে আমাকে সরাতে না পেরে আমার বিজয় ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছেন। বরিশাল থেকে লোক ধরে এনেও আমার নামে মামলা দেন তিনি। তাতেও কাজ হয়নি। আমাদের জয় হয়েছে। এবার সেন্টার দখলে নিয়ে, টাকা দিয়ে তিনি ও তার সাঙ্গপাঙ্গরা আমার বিজয় কেড়ে নেয়ার নীল নকশায় মেতেছেন। সবাইকে কেন্দ্র পাহারা দিতে হবে। ট্রাকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে,কোনো ষড়যন্ত্র বিজয় আটকাতে পারবে না, ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবো।
বৃহষ্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্বনাথ পৌরশহরের নতুনবাজারে নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সাবেক ইউপি সদস্য এখলাছুর রহমানের সভাপতিত্বে যুবলীগ নেতা আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা সমর কুমার দাশ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান, শামীম উদ্দিন, ইউপি আওয়ামী লীগ নেতা মাসুকে রব্বানী, মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহ্ইয়া।
শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাফেজ জহির উদ্দিন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠক আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর জহুর আলী, বারাম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা সৈয়দ রুহেল, হারুন খান, রুহুল আমিন তুরান, বৃক্ষপ্রেমি আবদুল গাফ্ফার উমরা মিয়া, আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ, অলংকারী ইউনিয়ন পরিষদের সদস্য ফজলু মিয়া, সাবেক ইউপি সদস্য ছালেক মিয়া, মুহিব মিয়া প্রমুখ।