বিজ্ঞপ্তি : বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন পরিষদের সচিব জামাল আহমদ আর নেই।
সোমবার রাতে তিনি হঠাৎ তার নিজ বাড়ীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি দীর্ঘদিন থেকে মোল্লাপুর ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)। সংগঠনের আহবায়ক ও বাঘা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাবিবুর রহমান ও সদস্য সচিব এবং হাটখোলা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নজমুল ইসলাম চৌধুরী।
নেতৃবৃন্দ বিবৃতিতে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।