বিশ্বনাথ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ বিশ্বনাথ ওসমানীনগর আসনে ৪২৬ টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ৩ শত ৮৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান পেয়েছেন ১৬ হাজার ৬ শত ৬১ ভোট। দুই উপজেলার নারী পুরুষ মিলিয়ে ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন ভোটার ছিলেন।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী সাবেক সাংসদ ইয়াহিয়া চৌধুরী এহিয়া পেয়েছেন ৬ হাজার ৮ শত ৪৪ ভোট,গণফোরাম মনোনীত বর্তমান এমপি মোকাব্বির খান সূর্য প্রতীকে পেয়েছেন ১৯১২ ভোট,তৃনমুল বিএনপির প্রার্থী আব্দুর রব মল্লিক পেয়েছেন ৯৪৪ ভোট,বাংলাদেশ কংগ্রেস মনোনীত জহির ডাব প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট ও এনপিপির প্রার্থী মনোয়ার হোসেন আম প্রতীকে পেয়েছেন ২৫৩ ভোট।
বিজয়ী প্রার্থী আওয়ামীলীগ মনোনীত শফিকুর রহমান চৌধুরী প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশ্বনাথ পৌরসভার বর্তমান মেয়র মুহিবুর রহমানকে ৬১ হাজার ৭ শত ২৭ ভোটের ব্যবধানে হারিয়ে টানা দশ বছর পর দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।