গোলাপগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করেছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন তোতা মিয়াকে দেখতে যান গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.সফিকুর রহমান ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজিল আহমদ।
তোতা মিয়া গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার।
অসুস্থ তোতা মিয়া দেশবাসীসহ সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান ও মনজিল আহমদ বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার চিকিৎসার খুঁজ খবর নেন। এসময় তারা তোতা মিয়ার সুস্থতা কামনা করেন।