বিশ্বনাথ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরকার দলীয় এমপি ও টেকনোক্র্যাট দু'জন গুণীজনকে নিয়ে গঠিত হচ্ছে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর মন্ত্রীসভা।
তাদের মধ্যে স্বাধীনতার পর এই প্রথম বিশ্বনাথী হিসেবে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হলেন ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের প্রধান, অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের ডা. সামন্ত লাল সেন এবং দ্বিতীয় বিশ্বনাথী হিসেবে প্রতিমন্ত্রী হলেন সিলেট-২ আসনে দ্বিতীয় বার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের শফিকুর রহমান চৌধুরী।
এর আগে, দ্বিতীয় জাতীয় সংসদে প্রতিমন্ত্রী হয়েছিলেন রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের দেওয়ান তৈমুর রাজা চৌধুরী।
১১ জানুয়ারি সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ করাবেন মহামান্য রাষ্ট্রপ্রতি শাহাবুদ্দিন। পরে তাদের মধ্যে দফতর বন্টন করা হবে।