বিশ্বনাথ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে প্রতীক বরাদ্দ হওয়ার আগে প্রচারণা করার অপরাধে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মুহিবুর রহমানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) সম্রাট হোসেন।
তিনি রোববার হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরে পাওয়ার পর থেকে ট্রাক প্রতীক দিয়ে পোস্টার ছাপিয়ে এই প্রচারণা শুরু করেন।
এ কারণে তাকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) সম্রাট হোসেন।
এর আগে গত রোববার (২৪ ডিসেম্বর) হাইকোর্ট বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে বহাল থেকে প্রার্থী হওয়ায় যাচাই-বাছাইকালে তার মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে ১০ ডিসেম্বর আপিল করেন মুহিব। পাঁচ দিন পর আপিলটি খারিজ করে দেয় ইসি।
এরপর প্রার্থিতা ফেরাতে হাইকোর্টের দ্বারস্থ হন মেয়র মুহিব। ২০ ডিসেম্বর রিট শুনানির ধার্য তারিখে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল আমীর উদ্দিন অংশ নিয়ে রিটের বিরোধিতা করেন। পরে বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ ও ইকবাল করিমের যৌথ বেঞ্চ রিটের আদেশের জন্য ২৭ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। গত শুক্রবার সিলেটে সংবাদ সম্মেলন করে নিজের প্রার্থিতার পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন সাবেক এই আওয়ামী লীগ নেতা। এর দুদিন পর ধার্য তারিখের দুদিন আগেই রোববার রিটের আদেশ দেন হাইকোর্ট।