ওসমানীনগর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় সিলেটের ওসমানীনগরে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর ওসমানীনগর থানা পুলিশ, ফায়ার ব্রিগেড, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, ওসমানীনগর থানার নবাগত ওসি রাশেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনামিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের শেখ ফয়ছল আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল মতিন, সাধারন সম্পাদক আনোয়ার হোসনা আনা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল,অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী কোষাধক্ষ্য শরীফ আহমেদ, উপজেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য কবির আহমদ,সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ,সদস্য এমদাদুর রহমান খান, অনলাইন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, সদস্য হারুনুর রশিদ, সঞ্জব আলী প্রমুখ।
পরে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার বিতরণ করা হয়।