দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে ১২০ বোতল মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পান্ডারগাও গ্রামে আসামির বাড়িতে অভিযান চালিয়ে আসামিকে আটক ও মদ উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পান্ডারগাও গ্রামের মৃত আব্দুল রহমানের পুত্র সুন্দর আলী (৬৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় আসামি সুন্দর আলীর ঘরে অভিযান চালিয়ে সুন্দর আলীর বসতঘরের পিছনের কক্ষে শোয়ার খাটের নিচ হইতে ৯৬ বোতল ভারতীয় তৈরী অফিসার চয়েস ও ২৪ বোতল এসি ব্ল্যাক মদসহ সর্বমোট ১২০ বোতল মদ জব্দ ও সুন্দর আলীকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।