ওসমানীনগর প্রতিনিধি : আদর্শ ও সুদক্ষ ইংরেজী শিক্ষক হিসেবে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আইডিয়াল লিডারশীপ স্টার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও লালাবাজার ফাজিল মাদ্রাসার ইংরেজী বিভাগের অধ্যাপক মুহাম্মদ ফজলুল হক।
গতকাল রোববার সকালে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আউলিয়া ফেডারেশনের চেয়ারম্যান বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা খাজা মঈন উদ্দীন আহমদ জালালাবাদী।
জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা ও ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল-আজাদ,।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বি.টি.এফ) সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ বাহার শিপলু, বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক মোঃ ফজলুল হক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, সিলেট শাখার সদস্য শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এডভোকেট মোঃ মঈন উদ্দীন চৌধুরী প্রমুখ।
অ্যাওয়ার্ড পাওয়ায় অনুভূতি জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ফজলুল হক বলেন, যে কোনো পদক বা পুরস্কারই যেমন সম্মানের তেমনি আনন্দেরও। বিজয়ের এই দিনে আমার জন্য এটিও আনন্দের খবর। আমাকে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করায় মন্ত্রী মহোদয়সহ অনুষ্টানের প্রধান অতিথি কমিটির উপদেষ্টা ও ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল-আজাদ বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আইডিয়াল লিডারশীপ স্টার অ্যাওয়ার্ড বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ফজলুল হক এর হাতে পুরস্কার হিসেবে স্বীকৃতির সনদপত্র ও ক্রেস্ট সম্মাননা তুলে দেন।