গোলাপগঞ্জ প্রতিনিধি : নির্বাচনের শেষ সময়ে এসে প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা।
রোববার (৩১ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি প্রচারণা চালান।
এসময় তিনি বলেন,'প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। যেখানেই যাচ্ছি মানুষ ভোট দিবে বলে আশ্বস্ত করছেন। আমি দুই উপজেলার মানুষের পাশে থাকতে চাই। তাদের জন্য কাজ করতে চাই। আশা করছি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।'
প্রচারণাকালে তার সাথে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।