জৈন্তাপুর প্রতিনিধি : বাংলাদেশ-ভারত সীমান্তের মেঘালয় খাসিয়া জৈন্তিয়া হিলর্স জেলার (মুক্তাপুর) বাংলাদেশ অংশের জৈন্তাপুর উপজেলাধীন ডিবির হাওর লাল শাপলা বিল পর্যটন এলাকা পরিদর্শন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চীফ (অ্যাডিশনাল আইজি) বনজ কুমার মজুমদার বিপিএম (বার)।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্যক্তিগত সফরে লাল শাপলা বিল পর্যটন এলাকা পরিদর্শন করেন তিনি।
এসময় সিলেটের পুলিশ সুপার (পিবিআই) মুহাম্মদ খালেদ-উজ-জামান, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান সহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অন্যান্য কর্মকর্তাগণ সঙ্গে ছিলেন।
পরিদর্শন কালে তিনি ডিবির হাওর জৈন্তাপুর অঞ্চল তথা জৈন্তিয়া রাজ্যের অতীত ইতিহাস-ঐতিহ্য নিয়ে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলামের সাথে আলোচনা করেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চীফ (অ্যাডিশনাল আইজি) বনজ কুমার মজুমদারকে (বিপিএম) জৈন্তিয়ার ইতিহাস-ঐতিহ্য নামক সাংবাদিক নূরুল ইসলামের লেখা একটি বই উপহার প্রদান করা হয়েছে।জৈন্তাপুর লাল শাপলা বিল পর্যটন এলাকা
পরিদর্শনে অ্যাডিশনাল আইজিজৈন্তাপুর লাল শাপলা বিল পর্যটন এলাকা
পরিদর্শনে অ্যাডিশনাল আইজি