গোলাপগঞ্জ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামে সৈয়দ মুহিবুল পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যালয়ে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সভায় সাবেক শিক্ষক সৈয়দ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে ও ছাত্রনেতা জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইস, সৈয়দ মুহিবুল পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ ফরহাদুর রব, কদমরসুল গ্রামের মুরব্বি রুহেল আহমদ, সজিব আলী, বদরুল হক, সাবউদ্দিন, জয়নাল মিয়া, নুর মিয়া, সাজু আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাসেল, সমাজসেবী সমছু আহমদ, চুনু মিয়া।
সভার শুরুতে তেলাওয়াত করেন হাফিজ হাবিবুর রহমান।
সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরওয়ার হোসেনকে বিজয়ী করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।