নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান আতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) নিজ সংসদীয় আসন বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালিবাড়ি গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিয়ম সভায় আতাউর রহমান আতা বলেন-'আমরা যতটুকু আশাবাদী ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোন ধরণের বিশৃঙ্খলা বা অনিয়ম হবে না। কোন ধরণের অনিয়ম হলে জাতি তা মেনে নেবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো। আমি নির্বাচিত হয়ে দুই উপজেলার মানুষের জন্য করতে চাই। এখন পর্যন্ত আমার নিজ সংসদীয় আসনের যে এলাকাতেই যাচ্ছি সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ আমার পাশে রয়েছেন।'
মতবিনিময় সভায় সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।