গোলাপগঞ্জ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান আতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পৃথক বাজারে ও সন্ধ্যায় বাদেপাশা ইউনিয়নের কাদিপুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৃথক মতবিনিময় সভায় আতাউর রহমান আতা বলেন-'পুরো দেশে বাদেপাশা ও শরীফগঞ্জ ইউনিয়নের মতো রাস্তা আছে বলে আমার মনে হয় না। মানুষের বাড়ি-ঘরের উন্নতি হয়েছে কিন্তু চলাচলের রাস্তার কোন উন্নতি হয়নি। এই দুই ইউনিয়নের মানুষ কতটা অবহেলিত তা স্বচক্ষে না দেখলে বুঝা যাবে না। একটানা ৪ বার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে দায়িত্ব রয়েছেন বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদ। কিন্তু তিনি রাস্তাঘাটের কোন উন্নতি করতে পারেননি।'
আতাউর রহমান আতা আরও বলেন, 'বাদেপাশা ও শরীফগঞ্জ ইউনিয়নের মানুষের ভোটে একজন প্রার্থী নির্বাচিত হতে পারেন। আমি কথা দিলাম আমাকে যদি আপনারা নির্বাচিত করেন প্রথমেই বাদেপাশা ও শরীফগঞ্জ ইউনিয়নের রাস্তা কাজ করে দেব।'
পৃথক মতবিনিময় সভায় দুই ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন। এসময় তারা আতাউর রহমান আতার পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।