জৈন্তাপুর প্রতিনিধি : সামাজিক মানবিক সেবায় নিয়জিত স্পর্শ ফাউন্ডেশনের আয়োজনে চিকনাগুল ইউনিয়নে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি ওয়ালি সিটি হাউজিং এলাকায় ২৫০ জন দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
ছাত্রনেতা আবু হুরায়রার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এমপির সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড.নাসরিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন স্পর্শ ফাউন্ডেশনের ফাউন্ডার নাজিয়া জেবিন, চিকনাগুল পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ইউনিয়ন মহিল আওয়ামী লীগের সভানেত্রী সোনার বেগম, ইউপি সদস্য শরিফুল ইসলাম, নারী সদস্য শাবানা বেগম প্রমূখ।
স্বেচ্ছাসেবী এই সংগঠনটির উদ্যোক্তা ও ফাউন্ডার নাজিয়া জেবিন এই অঞ্চলে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন।