দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। প্রতিদিনই কোন না কোন এলাকার সাধারণ ভোটারদের মুখোমুখি হচ্ছেন তিনি। ভোটার সহ সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা চেয়ে তিনি কুশল বিনিময় করছেন। উঠান বৈঠক, ঘরোয়া বৈঠক এবং গন্যমান্যদের সাথে মতবিনিময় করে যাচ্ছেন নিয়মিত। মানুষের সমর্থন আদায়ে তিনি নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাংলাবাজার, চকবাজারে তার কর্মী-সমর্থকদের উদ্যোগে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম জহির, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সফিকুল ইসলাম রতন, ইউপি সদস্য আহসান হাবীব, আব্দুল আজিজ, আব্দুল কাদির, কুরবান আলী, সাবেক ইউপি সদস্য আরমান আলী ,আব্দুল মতিন, লক্ষীপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ আলী, যুবলীগ নেতা ইসলাম উদ্দিন, মোহাম্মদ নিজাম, নুরুল ইসলাম, মোঃ আব্দুল, আবুল হোসেন, ছাত্রলীগ নেতা, রিদয় মিয়া, ফয়সাল আহমদ, মোঃ মাসুক, আল আমিন প্রমুখ।