ওসমানীনগর প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তাজপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে তাজপুর কদমতলা থেকে হরতাল-অবরোধের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাজপুর বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশে মিলিত হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় বক্তরা বলেন, বিএনপি-জামায়াত অবরোধ হরতাল কর্মসূচীর নামে অগ্নি সন্ত্রাস হামলা ভাঙ্গচুর করছে, আওয়ামী লীগ তাদের প্রতিহত ও জনগনের নিরাপত্তার জন্য শান্তি সমাবেশে অংশ নিচ্ছে।আওয়ামীলীগ ধংশের রাজনীতি করে না। দেশের শান্তিতে আওয়ামী লীগ সব সময় সচেষ্ট আছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে অকল্পনীয় উন্নয়ন হলেও বিএনপি জামায়াতের অপশক্তি দেশে বিশৃখলা সৃষ্টির পাঁয়তারা করছে। এই অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সব সময় সোচ্ছার রয়েছে। এসময় সিলেট ২ আসনে কাংখিত উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওসমানীনগর-বিশ্বনাথের মানুষের কথা চিন্তা করে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে নৌকা প্রতিকের মনোনয়ন দিয়ে পাঠাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সমাবশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেফা মিয়া, আলাউর রহমান আলা, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, তফোজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, লুৎফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চয়ন পাল, সাংস্কৃতিক সম্পাদক ডি.কে জয়ন্ত, দপ্তর সম্পাদক নাজমুল হাসান মুন্না, কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, উপজেলা আওয়ামী লীগের সদস্য খালিছ মিয়া, মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল খালিক, বাবর খান, জেলা যুব লীগের সহ সভাপতি মনির মিয়া, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী, অর্থ সম্পাদক আব্দুল মন্নান, সদস্য সৈয়দ মাসুদ আলী, ইউনিয়ন যুবলীগ নেতা জাকির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা লেবু মিয়া, দিবাংসু পাল, স্বপন আহমদ, শাহ মিলাদ আলী, মিজান আহমদ রাজু, আব্দুল মিরাজ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ, আতাউর রহমান, হাজী মুহিবুর রহমান, ইছকন্দর আলী, শামীম আহমদ চৌধুরী, ফারুক আহমদ, বাবুল আহমদ, শাহী আলম, ওয়াদুদ মিয়া, কায়ুম মেম্বার, শহিদুল ইসলাম, ইয়াওর আলী, আর্শ্বাদ মিয়া, আব্দুল ইসলাম শাহিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, জাবেদ আহমদ আবির, ছাত্রলীগ নেতা সৈয়দ রুবেল আলী, হাম্মাদ আল হাসান, শাকিল আহমদ টিটু, এসএম শিপন, পারভেজ, হামিদ, তারেক মনোয়ার, সানি, নাদিম, ছাব্বির, এমাদ, নজরুল, সাহেল প্রমুখ।
