বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে হরতাল-অবরোধ সফলের লক্ষে মশাল মিছিল করেছে বিএনপি।
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ রোডে খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ-খাজাঞ্চি সড়কের উত্তর দিক থেকে হঠাৎ মশালসহ ঝটিকা মিছিল নিয়ে বের হতে দেখা যায় মিছিলকারীদের। এসময় দ্রুত রাজনগর সড়ক দিয়ে মিছিলটি চলে যায়। মিছিলে অংশ নেয়া প্রত্যেকরই মুখে মাস্ক ও কয়েকজন ছিল হেলমেট পরিহিত।
