আজমিরীগঞ্জ সংবাদদাতা : আজমিরীগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) উপজেলার স্বাস্ব্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হল রুমে এই প্রস্ততি সবা আয়োজন করা হয়।
প্রস্তুতি সভায় সকল সাধারন মানুষ কে এই নভেম্বর মাসের ২৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়ায় স্বাস্থ্য সেবা ও প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে পরামর্শ প্রদান করা হবে।
বিশেষ করে ১৬ থেকে ২৫ বয়সী মেয়েদের বয়ঃসন্ধিকাল নিয়ে ব্যাক্তিগত ভাবে পরামর্শ দেওয়া লক্ষে কাজ করবে মাঠ কর্মীরা।
আজমিরীগঞ্জে প্রত্যেকটি সরকারি আশ্রয় প্রকল্পে উঠান বৈঠক ও ফ্রী মেডিকেলের আয়োজন করবে দায়িত্বরত কর্মকর্তাগন।
এসময় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ডাঃ ফারজানা পারভিন, মেডিকেল অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ দা)।
নার্স সুপারভাইজার জ্যোৎস্না বিশ্বাস, আজমিরীগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক বৃন্দ, পরিবার কল্যান পরিদর্শিকা এবং পরিবার কল্যান সহকারী, পেইড পিয়ার ভলেন্টিয়ার বৃন্দসসহ উপস্থিত ছিলেন।
