নবীগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দিতা করতে দলীয় মনোনয়নপত্র ক্রয় করলেন ৫ জন প্রার্থী।
মনোনয়ন পত্র সংগ্রহকারীদের মধ্যে সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য সন্তান ও বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মালিক চৌধুরী সুযোগ্য সন্তান সাবেক সংরক্ষিত আসনে সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আনইজীবী সহকারী এটর্নি জেনারেল বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ মাজু মিয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরী।
তাছাড়া হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী মনোনয়ন ক্রয় করবেন বলে জানিয়েছে বিশ্বস্ত সুত্র।
শনিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি মনোনয়নপত্র ক্রয় করার মাধ্যমে দলের মনোনয়ন বিক্রি শুরু হলে তারা মনোনয়ন ক্রয় করেন। দুইটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে স্থানীয় আ.লীগের নেতাকর্মীদের মাঝে ঐক্য নেই। প্রত্যেকেই গ্রুপিংয়ে বিভক্ত।
