গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- তৃণমূল বিএনপির সিলেট জেলা শাখার সদস্য সচিব শামিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক ছানাউল হক।
মতবিনিময় সভায় তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পক্ষে আসন্ন নির্বাচনে সবাইকে কাজ করার আহবান জানানো হয়।
এসময় প্রায় শতাধিক নারী উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ নভেম্বর লক্ষণাবন্দ ইউনিয়নে বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন রাব্বানীর বাড়িতে ও গত ২১ নভেম্বর উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামে আমুড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আজ্জাদ আলীর বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক ছানাউল হক ও সদস্য সচিব শাহীন আহমদ।
পৃথক মতবিনিময় সভায় লক্ষণাবন্দ ইউনিয়ন ও আমুড়া ইউনিয়নের স্থানীয়রা উপস্থিত ছিলেন।
