বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের কুখ্যাত ডাকাত সর্দার বাবুল খাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিশ্বনাথের বৈরাগীর গাঁও গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল।
বাবুল খাঁ বিশ্বনাথ উপজেলার বৈরাগীরগাঁও গ্রামের আসন খানের ছেলে।
তিনি একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলাও রয়েছে।
তাকে আজ মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা।
