কোম্পানীগঞ্জ প্রতিনিধি : প্রায় ৪৪ ঘন্টা পর সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে বেড়াতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ আব্দুস সালাম (২৩) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখে লাশটি ভেসে ওঠে বলে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
সাদাপাথরে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুস সালামের খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধারে কাজ করে। নিখোঁজ হওয়ার পর থেকে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও নৌকা ঘাট ইজারাদারদের সম্মিলিত প্রচেষ্টায় চলে উদ্ধার অভিযান।
উল্লেখ্য, রোববার দুপুর আড়াইটায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যায় আব্দুস সালাম (২৩) নামে এক পর্যটক।