মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ সাগরনাল গ্রামের মইন উদ্দিন ও তার স্ত্রী এসনো বিবি (৫৫)।
স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের বৃদ্ধ মইন উদ্দিন মঙ্গলবার বিকেলে সুপারি গাছ কাটতে যান। ওই গাছে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল। গাছ কাটার সময় মইন উদ্দিন বিদ্যুৎপৃষ্ট হন। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রীও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।