সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার স্বপ্ন হাউজবোট নামে পর্যটকবাহী একটি হাউজবোটে এমন ঘটনা ঘটেছে।
হাউজবোটে থাকা পর্যটক সাজিদুর রহমান বলেন, টাঙ্গুয়ার হাওড়ে ভ্রমন করার জন্য স্বপ্ন হাউজবোটে আমরা উঠি। হাউজবোটের ওয়াশ রুমে গেলে একটি কাপড়ের টুকরো আমার চোখে পড়ে। তখন আমার মাঝে সন্দেহ কাজ করে। কাপড়ের মাঝে লুকানো গোপন ক্যামেরা থাকায় আমার সন্দেহটা বাস্তবেই প্রমাণিত হলো।
এ বিষয়ে হাউজবোটের দায়িত্বরত মোহাম্মদ সোহেল আহমদ বলেন, আমি হাউজবোটে ছিলাম না। বিষয়টি শুনে ঢাকা থেকে এসেছি। এই ঘটনাটির সত্যতা পেলে আমরা ব্যবস্থা গ্রহন করব।
নাম প্রকাশে অনিচ্ছুক নারী পর্যটক বলেন, এটি নারী পর্যটকদের জন্য বিপদজনক। এর সাথে জড়িতদের যেন আইনের আওতায় আনা হয়।
তাহিরপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন, এ বিষয়টি খুবই দুঃখজনক। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।