নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুরে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বসতঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ২টার দিকে উপজেলার ঘাটেরচটি গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় দিলাল আহমদের স্ত্রী ফাতিমা বেগম (৩৫) বাদি হয়ে ৪ জনের নামে জৈন্তাপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বিবাদীরা হলেন- মৃত আব্দুল মজিদ চৌধুরীর ৪ ছেলে মকবুল হোসেন চৌধুরী (৫০), সাবেক ইউপি সদস্য আহমদ চৌধুরী, রকিব চৌধুরী, আকমল হোসেন চৌধুরী।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে বাদি পক্ষের দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। যে কারণে বিবাদীরা প্রায় সময় বাদি পক্ষের উপর হামলার পরিকল্পনা করতে থাকে। বিষয়টি বাদি পক্ষ স্থানীয় লোকজনকে জানালে বিবাদীরা কোন ধরণের বিচার না মেনে উল্টো বাদি পক্ষের উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে। সেই সাথে বিবাদীরা প্রায় সময় হুমকি প্রদান করিত, যে কোন সময় বাড়ি ঘর ভাংচুর করে বাদি পক্ষকে বাড়ি থেকে বের করে দেবে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন বাদি ফাতিমা বেগম তার স্বামী দিলাল আহমদকে জেল থেকে জামিনে বের করার জন্য কোর্টে ছিলেন। এমন সময় খবর পান বিবাদিরা তার ঘরে হামলা করে ভাংচুর করতেছে। সাথে সাথে তিনি এসে ঘটনাটি দেখে বিবাদিদের বাধা দিতে গেলে বিবাদিরা ফাতিমা বেগমকে গালিগালাজ করতে থাকে এবং ঘরে উঠতে না দিয়ে ছেলে-মেয়ে নিয়ে ঘরে উঠার চেষ্টা করলে তারা বাদি ফাতিমা বেগমকে হত্যা করে ফেলবে বলে জানা যায়। ফাতিমা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বিবাদিরা যাওয়ার সময় বলে যায়, এ বিষয় নিয়ে কোন মামলা করলে সবাইকে প্রাণে মেরে ফেলবে অন্যথায় বাড়ি থেকে বের করে দিবে। বিবাদীদের হামলায় বাদি পক্ষের প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ সূত্রে জানা যায়।
অভিযোগের বাদি ফাতিমা বেগম বলেন-' আমাদের অর্বতমানে বিবাদিরা বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলা করে তারা আমাদের ঘরের টিন ও দরজা খুলে নিয়ে যায়। বিবাদীদের কারণে আমরা খুবই ভয়ের মধ্যে আছি। তারা যে কোন সময় আমাদের প্রাণে হত্যা করতে পারে। আমি আমার পরিবারের সকলের জীবনের নিরাপত্তা চাই। সেই সাথে অভিযুক্তদের শাস্তি দাবি করছি।'
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন- আজ রাতে তদন্তের জন্য পুলিশ যাবে।