গোলাপগঞ্জ প্রতিনিধি : আগামী ৯ জুলাই সিলেটের বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুলাই) রাত ৮টায় যুবদলের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপনের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছালাউদ্দীন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, শাহানুর আহমদ, রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, তমজিদ আলী, পৌর যুবদল নেতা আমিরুল ইসলাম, শাকেল আহমদ, নজরুল ইসলাম পাপলু।
এ সময় বক্তারা আগামী ৯ জুলাই সিলেটে অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ সফল করতে দৃঢ় প্রত্যয়ব্যাক্ত করে পৌর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে লিফলেট বিতরনের সিদ্ধান্ত গ্রহণ করেন।