শুক্রবার (৩০ জুন) রাত ২টার দিকে সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ের বুলধানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মহারাষ্ট্রের ইয়াবত্মাল থেকে পুণে যাচ্ছিল বাসটি। বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে বাসটি বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে ফিরছিল। বুলধানা পৌঁছালে বাসটিতে আগুন লেগে যায়। বাসের ডিজেল ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেন, বাস থেকে কমপক্ষে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে আহত হয়েছেন। তাদের বুলধানার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।