গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে আবু সাঈদ (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের কুশিয়ারা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু পনাইরচক গ্রামের আয়াজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে মায়ের সাথে কুশিয়ারা নদীতে যায় শিশুটি। শিশুটিকে নদীর পাড়ে দাঁড় করিয়ে থালা-বাসন পরিষ্কার করছিলেন শিশুটির মা। একপর্যায়ে দেখেন শিশুটি পাড়ে নেই। তবে শিশুটির জুতা পাড়ে ছিলো। তখন শিশুটিকে না দেখে চিৎকার শুরু করেন মা। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অনেক খুঁজাখুঁজির পর শিশুটির খুঁজ পাননি।
খবর পেয়ে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত তিন ঘন্টা সিলেট তালতলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল গিয়ে অনেক খুঁজাখুঁজি করেও শিশুটির খুঁজ পায়নি। পরবর্তী বিকেল ৫টার দিকে ডুবিয়ে যাওয়ার বিপরীত পাশে শিশুটির লাশ ভেসে উঠে।
কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক খান জালাল বলেন, গতকাল বুধবার শিশুটি নদীতে নিখোঁজ হয়। আজ বিকেলে তার লাশ নদীতে ভেসে উঠে। ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের জন্য আত্মীয়- স্বজনের কাছে দেওয়া হয়েছে।