কোম্পানীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অনুষদ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জের আওয়ামী পরিবারের সন্তান মরহুম ফারুক আহমদ চেয়ারম্যানের নাতি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেনের একমাত্র পুত্র ফেরদৌস হোসেন ফাহাদ।
তিনি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী।
রবিবার (৪ জুন) রাতে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত হাসান চাকলাদার স্বাক্ষরিত ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফেরদৌস হোসেন ফাহাদ আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত চাকলাদারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সম্পৃক্ত থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আমি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াতে সমাজ ও দেশের কল্যাণে আরও ভালো কাজ করতে পারবো বলে বিশ্বাস করি।
ফেরদৌস হোসেন ফাহাদ আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অনুষদ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াতে তাঁকে অভিনন্দন জানায়েছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও সিলেট জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।