ইকবাল হোসেন তালুকদার : স্বপ্তস্বর সূদীপা (Sopthoswar Sudipa) ইউটিউব চ্যানেলে এ সময়ের উদীয়মান জনপ্রিয় গায়ক এইচ পি সোহাগ ও স্বপ্তস্বর সূদীপা'র কন্ঠে আসছে মনের শহর গানটি।
গানটির সুর ও সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ ভিডিওচিত্র নির্মাণ করেছেন স্বপ্তস্বর সূদীপা ইউটিউব চ্যানেল টিম।
গানটি আগামী ২২ জুন সন্ধ্যা ৭ টায় স্বপ্তস্বর সূদীপা (Sopthoswar Sudipa) ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এছাড়া ২০২০ সালে ভাইরাল গান "রঙ্গিলা বাড়ই" সহ অসংখ্য গান গেয়েছেন তিনি।
এই বিষয়ে তরুন প্রজন্মের জনপ্রিয় গায়ক এইচ পি সোহাগ বলেন, 'গানটা নিয়ে খুবই আশাবাদী, কারণ আমি অনেক গানই গাইছি এই গানটা কেন জানি আমার কাছে ভিন্ন মনে হচ্ছে, খুব ভালো লাগছে গানটা। অনেক সময় নিয়ে আমরা কাজটা করেছি। সব কিছু মিলিয়ে আশাকরি ভালো হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আরও সুন্দর সুন্দর বাংলা গান উপহার দিতে পারি।