গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ভারতীয় নিষিদ্ধ শিলং তীর খেলারত অবস্থায় শিপলু আহমদ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২০ জুন) রাত ১টার দিকে উপজেলার পৌর এলাকার ঘোগারকুল গ্রামের তাজ মিয়া ভেরাইটিজ স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি পৌর এলাকার ঘোগারকুল গ্রামের মৃত মইব আলীর ছেলে। আসামির স্বীকারোক্তিতে আরও ৩ আসামির পরিচয় পাওয়া যায়। তারা হলেন- উপজেলার বাঘা ইউনিয়নের লালনগর গ্রামের মো.ইজ্জাদ আলীর ছেলে মোস্তাক আহমদ (৩৬), পৌর এলাকার স্বরস্বতী কামারগাঁও গ্রামের মৃত হারিছ আলীর ছেলে ছল্লুক আলী (২৮) ও একই এলাকার মৃত সাইর উদ্দিনের ছেলে নুরুল আমিন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তি গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারথী দাসের নেতৃত্ব একদল পুলিশ ভারতীয় নিষিদ্ধ শিলং তীর খেলারত অবস্থায় আসামিকে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তারের পর আসামির ব্যবহৃত মুঠোফোন পর্যালোচনা করে দেখা যায় তার সাথে অনলাইনে আরও ৮/৯ জন খেলায় সংযুক্ত রয়েছে। এসময় তার মুঠোফোন ও তার মুঠোফোনের বিকাশে থাকা আরও প্রায় ১২'শ টাকা জব্দ করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারথী দাস আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিসহ বাকি অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।