যেভাবে ফিরিয়ে আনবেন মুছে ফেলা পোস্ট
মোবাইল থেকে ফেসবুক অ্যাপ খুলে নিজের প্রোফাইলে যেতে হবে। এখানে ‘এডিট প্রোফাইল’ এর পাশে থাকা তিন ডট আইকনে ক্লিক করলে প্রোফাইল সেটিংস পাতা আসবে। সেখান থেকে আর্কাইভ মেনুতে ক্লিক করতে হবে। স্মার্টফোন ব্যবহারকারীদের ‘রিসাইকেল বিন’ এ ক্লিক করতে হবে আর আইওএস বা আইফোনে ‘ট্র্যাশ’ এ যেতে হবে।
রিসাইকেল বিন বা ট্র্যাশে ফেসবুক থেকে মুছে যাওয়া পোস্ট ও ছবি পাওয়া যাবে। কোনো পোস্টকে পুনরুদ্ধার বা একেবারে মুছে ফেলতে চাইলে পোস্টের পাশের তিন ডট আইকনে ক্লিক করলে মেনু দেখা যাবে। এখান থেকে ‘রিস্টোর টু প্রোফাইল’এ ক্লিক করলে পোস্টটি আবার ফেসবুক টাইমলাইনে চলে আসবে। আর ‘ডিলিট’ চাপলে একেবারে মুছে যাবে।