কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চুরির সংবাদ পেয়ে ভোলাগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে পাথরসহ ৪ টি বারকি নৌকা আটক করেছে।
বৃহস্পতিবার (২২ জুন) রাত আড়াইটায় ধলাই নদী এলাকায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই মাহফুজুর রহমান ও মোখলেছুর রহমান অভিযান চালিয়ে রেলওয়ে বাংকার (শিমুলতলা) নামক স্থান থেকে পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় ৪টি বারকি নৌকা আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাথর চোরেরা পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় বলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে কোম্পানীগঞ্জে বন্ধ রয়েছে পাথর উত্তোলন। ভোলাগঞ্জ ধলাই নদী ও সাদা পাথর এলাকা থেকে সরকার নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে পাথর চুরি করতে না পারে সেই জন্য প্রতিদিন রাত ও দিনে ভোলাগঞ্জ ফাঁড়ি পুলিশ সদস্যরা ধলাই নদীতে ভিউটিতে থাকে। ধলাই নদীতে ডিউটি চলাকালে অবৈধভাবে পাথর চুরির সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা বাংকার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭০ ঘণ ফুট ছোট বড় বিভিন্ন সাইজের পাথর সহ চারটি নৌকা জব্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু শ্রমিক রাতে আঁধারে প্রায় সময় পাথর চুরি করার চেষ্টা করে কিন্তু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্য সারা রাত ভোলাগঞ্জ ১০ নম্বর ও ধলাই নদীতে ডিউটি করায় পাথর চুরি করতে পারে না। পাথর চুরি বন্ধ করতে পুলিশ দিন রাত সর্বোচ্চ দায়িত্বশীল ভাবে কাজ করছে এবং তা অব্যাহত থাকবে।