শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৭ মিনিটের দিকে এ ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট।
ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ৩/৪ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে বাসা বাড়িতে থাকা মানুষজন দ্রুত ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসেন। তবে ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ ভূকম্পন সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়।
ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যে।