গোয়াইনঘাট প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু-মহিষ ও শাড়ি আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ২১ জুন (বুধবার) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ প্রতাপপুর ও সংগ্রাম বিওপির ভিন্ন ভিন্ন দুইটি চৌকষ দল রাত দেড়টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের টের পেয়ে চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। অতঃপর অভিযানে প্রতাপপুর বিওপির আভিযানিক দল গোয়াইনঘাট থানাধীন জাফলং চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ২০ টি ভারতীয় মহিষ এবং ০১ টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ৩৭ লক্ষ ৭০ হাজার টাকা।
অপর একটি অভিযানে সংগ্রাম বিওপির একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানাধীন গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৩২৮ পিছ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য ২৮ লক্ষ ৬২ হাজার টাকা। উভয় অভিযানে আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৬৬ লক্ষ ৩২ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. রিয়াদুল ইসলাম-পিএসসি বলেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু-মহিষ ও শাড়ি স্থানীয় শুল্ক অফিসে জমা দেওয়া হবে।