গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে এক ভুয়া চিকিৎসকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
জানা যায়, এক ভুক্তভোগীর ছাগল ভুয়া চিকিৎসা দেওয়ার ফলে মারা যায়। এমন অভিযোগ পেয়ে কোনাচর বাজারে অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী। সেখানে গিয়ে অভিযুক্ত চিকিৎসকের কাগজপত্র দেখতে চাইলে দেখা যায় নিবন্ধন ও সনদ ব্যাতিত ভেটেরিনারি প্র্যাকটিস করে আসছেন তিনি। যে কারণে ওই চিকিৎসকের কাছ থেকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ৩৫ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী সকল মানুষকে প্রাণীর সুচিকিৎসা নিশ্চিতকরণে ভুয়া চিকিৎসকের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেন৷