নিজস্ব প্রতিবেদক : রোটারেক্ট ক্লাব অফ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ২০২২-২৩ সালের সমাপনী সভা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) দুপুর ১২টায় ইউনিভার্সিটির হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি রোটারেক্টর হোসনা সিদ্দিকা মীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ জালালাবাদ'র ২০২৩-২৪ সালের সভাপতি রোটারিয়ান মো. মনজুর আল বাসেত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা প্রনব সাহা, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান এডভোকেট সালেহ চৌধুরী, সাবেক সভাপতি রোটারেক্টর অমিত লাল দাস, ২০২৩-২৪ এর ডিস্ট্রিক্ট অফিশিয়াল এডিআরআর রোটারেক্টর রাসেল মিয়া, রোটারেক্ট ক্লাব অফ হবিগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি এক্স রোটারেক্টর সাব্বির আহমেদ মিটু।
অনুষ্ঠানে অতিথিরা হোসনা সিদ্দিকা মীমের ভুয়সী প্রশংসা করেন এবং ক্লাবের সফলতা কামনা করেন। সিলেট জোনের মধ্যে এই ক্লাব একটা ডায়নামিক ক্লাব হিসেবেও আখ্যায়িত করেন অতিথিরা।
এসময় রোটারেক্ট ক্লাব অফ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০২২-২৩ এর বেস্ট রোটারেক্টর হিসাবে এওয়ার্ড পান ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ২০২৩-২৪ এর সাধারণ সম্পাদক রোটারেক্টর মাহিম ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সিলেট জোনের বিভিন্ন ক্লাবের সভাপতি-সেক্রেটারি সহ অনেক রোটারেক্টররা উপস্থিত ছিলেন।