কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে ইজারা বহির্ভূত এলাকা হতে বালু উত্তোলনের দায়ে ১৩ টি ট্রলার নৌকা আটক করে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলার ধলাই নদীর ঢালারমুখ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশন (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন ১৩ টি বালুবাহী নৌকা আটক করে এ জরিমানা আদায় করেন।
অভিযানে কোম্পানীগঞ্জ থানা এসআই মঞ্জুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
কোম্পানীগঞ্জের সহকারী কমিশন (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন বলেন, নদীর ধলাই সেতুর দক্ষিণ বালু মহাল সরকারি ভাবে লিজ দেওয়া হয়েছে। গত শুক্রবার ইজারাদারদের তাদের লিজকৃত জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজ কিছু বালু ব্যবসায়ীরা ইজারাকৃত জায়গার বাহিরে গিয়ে বালু উত্তোলন শুরু করলে অভিযান চালিয়ে নৌকা আটক করে জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।