বৃহস্পতিবার (২৯ জুন) রাত ১১টার দিকে তালতলা রোডের সুরমা টাওয়ার থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আরিফুলের গ্রামের বাড়ি চট্টগ্রামে। সে ২০১১ সাল থেকে সিলেট এসওএস শিশু পল্লী সেন্টারে প্রতিপালন হয়। সেখানে তার একজন বড় বোনও রয়েছে। সে সুরমা টাওয়ারের ১২ তলায় একটি রুমে কয়েকজনের সঙ্গে বসবাস করতো।
তার রুমমেটরা জানান, ঈদের দিন বিকালে আরিফুল ছাড়া তারা বাকি সবাই বাহিরে ঘুরতে বের হন। রাত ১০ টার দিকে তারা ফিরে রুমের দরজা ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় পান। এসময় ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা মার্কেটের সিকিউিরিটির সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আরিফুলকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা খবর দিলে কোতোয়ালি থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন- প্রাথমিকভাবে আমরা ধারণা করছি সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে করেছে তা এখনো জানা যায়নি, খতিয়ে দেখা হচ্ছে।