বিজ্ঞপ্তি : নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট জেলা শাখা।
আজ বৃহস্পতিবার (১ জুন ) এক শোক বার্তায় সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসফাক আহমদ ও সিলেট জেলা শাখার সভাপতি বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাভিভূত পরিবারবর্গের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
হারুনুর রশীদ খান গতকাল বুধবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি নিজ বাড়িতে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর অবস্থার অবনতি হলে তাকে আবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি নরসিংদী শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে গুলি করে হত্যা চেষ্টা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুলিবিদ্ধ চেয়ারম্যানের ছেলে আমিনুর রশিদ খাঁন তাপস বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ থেকে ১২ জন।