গোলাপগঞ্জ প্রতিনিধি : ফ্রান্সে হৃদরোগে আক্রান্ত হয়ে আবুল কাশেম নামে গোলাপগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার ফ্রান্সের স্থানীয় সময় রাত ১২ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ।
তিনি গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামের হাফিজ মস্তকিন আলীর দ্বিতীয় ছেলে।
আবুল কাশেমের মৃত্যুর খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন।
তার লাশ দেশে আসবে কি না এমনটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।