নিজস্ব প্রতিবেদক : তখন ম্যাচের একবারে শেষ পর্যায়। টানটান উত্তেজনা। মুশফিক যখন ফ্রি হিটের বলে সুইপে উইকেটের পিছন দিয়ে বল সীমানা ছাড়া করেন ঠিক তখনই গ্যালারি থেকে দৌড়ে এসে মাঝমাঠে মুশফিককে জড়িয়ে ধরেন সিলেটের গোলাপগঞ্জের যুবক ফাহমিদ আহমদ।
শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে এমনই ঘটনা ঘটে।
ফাহমিদ আহমদের বাড়ি উপজেলার পৌর এলাকার দাড়িপাতন গ্রামে। দীর্ঘদিন হলো তিনি লন্ডনে গেছেন।
ফাহমিদ আহমদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হলে তিনি বলেন- ম্যাচের শেষ দিকটা একবারে উত্তেজনাপূর্ণ ছিল। মুশফিক যখন ম্যাচ জিতান তখন দৌড়ে এসে প্রিয় খেলোয়াড়কে জড়িয়ে ধরি।
তিনি বলেন- তখন পুলিশ এসে আমাকে মাঠ থেকে নিয়ে যায়। জরিমানা হিসেবে এই মাঠে আমাকে চিরদিনের জন্য নিষিদ্ধ করেছে।
গতকাল শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫ রান। বোলিংয়ে আইরিশ পেসার মার্ক এডেয়ারের প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি মুশফিকুর রহিম। তৃতীয় বল সজোরে মেরে সীমানার কাছাকাছি ক্যাচ দিয়ে বসেছিলেন তিনি। তবে বল কোমরের ওপরে উঠে যাওয়ায় আম্পায়ার নো বলের সংকেত দেন। এরপর ফ্রি হিটের বলে সুইপে উইকেটের পিছন দিয়ে সীমানা ছাড়া করেন মিস্টার ডিপেন্ডেবল।
শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে আইরিশদের ৩২০ রানের পাহাড়সম টার্গেট ৩ উইকেট হাতে রেখেই জিতে নিয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল তামিম ইকবালের দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল।