গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় সিলেট ময়ানগর পুলিশের জালালাবাদ থানার লামা আকিলপুর থেকে তাদেরকে আটক করা হয়।
আজ শনিবার সকালে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো পুলিশ।
এতে বলা হয়, তাদের আটককালে একটি গবাদি পশু ও চুরি কাজে ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন সিএনজি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সাজু আহমদ প্রকাশ খালেদ (১৮), লোকমান প্রকাশ মোহাম্মদ আলী (১৯), গোলাম রব্বানী (২০)। তিনজনই সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে এয়ারপোর্ট এলাকার সিদাইগুল বাবুকাটাহান্দি রাবার বাগান সংলগ্ন এলাকা হইতে একটি বাছুর চুরি হয়। পরে সিএনজি যোগে চুরি করে নিয়ে যাওয়ার পথে শুক্রবার দিনগত রাত ১টার দিকে আকিলপুর গ্রামের আব্দুল্লাহ খান সাহেব মার্কেটের সামনে থেকে স্থানীয়রা তিন চোরকে আটক করে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় জালালাবাদ থানায় একটি মামলা ও পুলিশ আটককৃত আসামিদের আদালতে প্রেরণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।