নগরীর জালালাবাদ থানার (ওসি) সাইফুল আলম রোকন জানান, এলাকাবাসী ও মেডিকেল কলেজ ছাত্রদের অভিযোগ পেয়ে, আমিসহ জালালাবাদ থানার একটা টিম উচ্ছেদ অভিযান করেছি। এসময় কাউকে সেখানে পাওয়া যায়নি।
তিনি বলেন, পাঠানটুলা রাগীব আলী মেডিকেল কলেজ এলাকায় দীর্ঘ দিন থেকে জুয়ার আসর বসছিল। তবে সেটি গুঁড়িয়ে দেওয়া হলো। সেখানে আর কোনোভাবেই জুয়ার আসর বসতে দেওয়া হবেনা।
এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি।