আলোচিত সিলেট ডেস্ক : সৌদিআরবে প্রতিষ্ঠিত প্রবাসী নাশীদ ব্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক ও সঙ্গীত শিল্পী নুর মোহাম্মদ মোল্লা 'পরান পাখি' নামক মরমী নাশীদ গেয়ে শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছেন। Probashi Nasheed Band নামক ইউটিউব চ্যানেলে নাশীদটি রিলিজ হবার পর থেকে গজল প্রেমিদের কাছে বেশ প্রশংসিত হয়েছেন।
কবি রিয়াদ হায়দারের লিখা ও সুরে মরমী গানটির ডিরেকশনে ছিলেন প্রবাসী নাশীদ ব্যান্ডের প্রধান পরিচালক মহিউদ্দিন মিয়াজি। মেনেজমেন্টের দায়িত্বে ছিলেন পরিচালক আরিফ রব্বানী এবং মেন্টর হিসেবে কাজ করেছেন নির্বাহী পরিচালক আহমাদ জোবায়ের ইবরাহিমী।
শিল্পী আহমদ মাহফুজের সাউন্ড কম্পোজিশনে সাড়া জাগানো ঐ গানটির শিল্পী নুর মোহাম্মদ মোল্লা গানের পেছনে পরিশ্রমী সকল ও প্রবাসী নাশীদ ব্যান্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা আদায় করে বলেন, ইসলামী সংস্কৃতিকে সামনে এগিয়ে নিতে আমি আরো বেশি কাজ করে যেতে চাই। দর্শক মহলের কাছে তিনি সর্বোচ্চ সমর্থন কামনা করেন।