নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করছে নবীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৩ মে) রাত পৌনে ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রাম থেকে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, চৌশতপুর গ্রামের জাহির উল্লার ছেলে রাজা মিয়া (৫০), আব্দুর রহিমে ছেলে ইলাছ উদ্দিন (২৬), ধানেশ উল্লার ছেলে আবু ছালেক মিয়া (২৮), আব্দুর নুরের ছেলে আব্দুস সামাদ (২৩), মুসা মিয়ার ছেলে শিপন মিয়া (২৩), হান্দু মিয়ার ছেলে আলমগীর (২৯), তাজ উদ্দিনের ছেলে আম্বর উদ্দিন (৩০), মৃত তাহের উল্লার ছেলে সেলিম মিয়া (৩৮), মৃত নুর মিয়ার ছেলে সবুজ মিয়া (২৯)।
অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ।
তিনি বলেন, পুলিশের এই বিশেষ অভিযানের সময় জুয়া খেলার সরঞ্জাম ২০৮টি তাস এবং নগদ ৮ হাজার ২১০ টাকা উদ্ধার করে তা জব্দ করা হয়। মামলার বিষয়ে তিনি জানান, নবীগঞ্জ থানার মামলা নং-১৩, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ মামলা রুজু করে আজ রবিবার সকাল ১১টায় আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।